নন্দীগ্রামে আদিবাসী ইউনিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক : আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের বসবাসরত আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমিটির উদ্যোগে শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রবিবার ২১শে জানুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বটতলা এলাকায় উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি অমল মাহাতো’র সভাপতিত্বে ও আ’লী নেতা মহানন্দ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রীকান্ত মাহাতো।

আমন্ত্রিত বিশেষ অতিথী ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, পৌর মেয়র আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, শেরপুর উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র ঘোষ, আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি কানাই রাম চৌহান, সাধারন সম্পাদক ফনি বর্মন, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র বর্মন, মহিলা বিষয়ক সম্পাদিকা আরতী রানী, সদস্য ববিতা মালি প্রমুখ।

এ ধরণের আরো কিছু খবর