নন্দীগ্রামে অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রির  উদ্দেশ্যে রওনার সময় তিনজনের জরিমানা

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক:-  বগুড়ার নন্দীগ্রামে সুস্থ গাভীর পেটে মৃত বাছুর মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাই করার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে নন্দীগ্রাম পৌর শহরের ও উমরপুরহাটে মো: হাশেমের প্রায় ১লক্ষ টাকা মূল্যের একটি গাভী বাচ্চা প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ গাভীর মাংস বিক্রয়ের উদ্দেশ্যে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শামীম হোসেনের মাধ্যমে শেরপুর পৌরসভার মো: অহিদ শেখের ছেলে মো: গনির নির্দেশে একই এলাকার আজাহারের ছেলে মিসকিন হোসেন (৪৭), সোনা শেখের ছেলে সোহেল রানা (২৫) ও কুরবান আলীর ছেলে আশরাফ (২৭) অসুস্থ গাভীটি জবাই করে সিএনজি যোগে শেরপুর নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা উমরপুর বাসস্ট্যান্ডে তাদের হাতে-নাতে আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। জানতে চাইলে তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারকদের ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অসুস্থ গাভীর জব্দকৃত মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এ ধরণের আরো কিছু খবর