আমাদের প্রকাশনী বন্ধ

ক্যাটাগরিঃ
spot_img

গতকাল, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা আমাদের প্রকাশনী, পুরানা পল্টন, ঢাকা-র স্বত্বাধিকারী তাইজুল ইসলামকে পুনরায় গ্রেফতার করেছে। পুলিশ আরও নিশ্চিত করেছে যে, প্রকাশক দ্বারা বিভিন্ন লেখকদের বেশ কয়েকটি বিতর্কিত বই প্রকাশে সহায়তা করার জন্য, আমরা জানি, যার মধ্যে কয়েকটি বইয়ের বিপক্ষে বিক্ষোভ হয়েছিল যেমন, “মুহাম্মদ ও চাঁদের ঈশ্বর”, “নিকাব”, “আওয়ামী একনায়কত্ব”, “অলৌকিক শাস্তি কোভিড-১৯?”, “আমার সরলতা”, “বাল্যবধূ আয়েশা”, যেগুলো সবই আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল, তদন্তাধীন কর্তৃপক্ষের প্রকাশকের বিরুদ্ধে হওয়া আন্দোলনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমদের প্রকাশনী বন্ধ থাকবে। আমাদের কাছে আরও তথ্য আসামাত্র আমরা আপনাদের জানাব।

সংবাদ'টি শেয়ার করুন
spot_img

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত আরো খবর...

spot_img
bn_BDBengali