স্কুলশিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : স্বাস্থ্য অধিদপ্তর

একাত্তর জার্নাল ডেস্কঃ দেশের চলমান সংক্রামক করোনাভাইরাস প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে  যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্কুলের বাচ্চাদের করোনা টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। তিনি আরো বলেন, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কি না।
তিনি তাঁর দেওয়া বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দেওয়া হোক। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় স্কুল-কলেজে ফাইজারের যে টিকা দেওয়া হয়েছে। তারা যে প্রটোকল অনুযায়ী টিকা দিয়েছে,আমাদের দেশেও সেরকমভাবে টিকা দেওয়া সম্ভব কি না তা যাচাই করতে হবে। টিচারদের টিকা দেওয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়েছে। আমাদের দেশের কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টিকা নিশ্চিত করে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।

 

এ ধরণের আরো কিছু খবর

  • জাতির পিতার ১০৪তম জন্মদিন আজ

  • মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধাঞ্জলি

  • টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ