নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

মামুন আহমেদ, (ষ্টাফ রিপোর্টার) বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে মাদক ও নারী শিশু মামলায় ৪জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই এটিএম রফিকুল ইসলাম, এসআই মোঃ রেজাউল করিম-১, এসআই মোঃ তারিকুল ইসলাম, এএসআই মোঃ আল আমিন ও এএসআই মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ শে মার্চ রাত সাড়ে ৮টায় নন্দীগ্রাম থানার ৫নং ভাটগ্রাম ইউপির নিনগ্রাম গ্রামের মোঃ মফিজ উদ্দিন এর চায়ের দোকানের সামনে থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ মোঃ বাদশা মিয় (৪৩), পিতা-মৃত আব্দুল খালেক সাং-নিমগ্রাম কে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রুজু আছে। অপরদিকে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ নুরুল ইসলাম ও এএসআই কাজী শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী আনুমানিক সাড়ে ৯টায় নন্দীগ্রাম থানার ৪নং থালতা মাঝগ্রাম ইউপির চৌমহনী বাজারের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ শ্রী দেবনাথ (৩৮), পিতা-শ্রী কাশিনাথ, সাং-পূর্ব বনগ্রাম, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ এ/পি শ্বশুর-শ্রী শুকুমার (৬০), পিতা-মৃত সুধীর, সাং-হরিপুর ছোট ডেকরা, থানা-কাহালু, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন এবং পরবর্তীতে একই তারিখে রাত্রী আনুমানিক ৮.৪৫ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ৪নং থালতা মাঝগ্রাম ইউপির হরিহারা গ্রামের মোঃ নুরুল ইসলাম (৩০), পিতা-মোঃ তমিজ উদ্দিন এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে খলিয়ানে উপর হইতে মাদক সেবন করায় আসামী মোঃ সাজু মিয়া (২৪), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-গুলিয়া কৃষ্ণপুর, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। অন্যদিকে পুলিশ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান ইনচার্জ, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র, নন্দীগ্রাম বগুড়া ও এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৮শে মার্চ রাত্রী অনুমান ০১.১০ ঘটিকার সময় ধর্ষন চেষ্টা মামলায় আসামী মোঃ দোলন (৩৪), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-চককয়া (কমলাগাড়ী), থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর