দ্রুততম ফিফটির রেকর্ড রাসেলের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন বর্তমান সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। মাত্র ১৪ বলে পঞ্চাশ ছুঁয়ে সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।

শুক্রবার (২৭ আগস্ট) জ্যামাইকা তালাওয়াজের ইনিংসের ১৮তম ওভারে উইকেটে আসেন রাসেল। তখন বাকি ছিলো মাত্র ১৭টি বল। সেই ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নেন ওবেদ ম্যাকয়। তৃতীয় বলে প্রথমবার স্ট্রাইক পান রাসেল। তিনি নেন এক রান। চতুর্থ বলে ফের আঘাত হানেন ম্যাকয়।

তখন অপরাজিত মাত্র ১ রানে। সেখান থেকেই শেষ দুই ওভারে রীতিমতো সাইক্লোন বইয়ে দেন ওয়াহাব রিয়াজ ও ওবেদ ম্যাকয়ের ওপর দিয়ে। যেখান থেকে ৫৪ রান তুলে নেয় জ্যামাইকা।

শেষ দুই ওভারে তিনটি নো বলসহ রাসেল খেলেন ১৩টি ডেলিভারি। ওয়াহাব রিয়াজের ১৯তম ওভারে চারটি ছক্কার সঙ্গে এক চারের মারে তুলে নেন ৩২ রান। পরে শেষ ওভারে দুই ছয় ও দুই চারের মারে আসে আরো ২২ রান।

সবমিলিয়ে দুই ওভার থেকে আসা ৫৪ রানের মধ্যে রাসেল একাই করেন ৪৯ রান। ইনিংস শেষে রাসেলের নামের পাশে দেখা যায় ১৪ বলে ৩ চার ও ৬ ছয়ের মারে ৫০ রানের টর্নেডো ইনিংস।

রাসেলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়ার দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে জ্যামাইকা। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ সালের আসরে জ্যামাইকার বিপক্ষেই ২৬৭ রান করেছিলো ত্রিনবাগো নাইট রাইডার্স। সেটিই সিপিএলের সর্বোচ্চ।

২৫৬ রানের টার্গেটে খেলতে নেমে সেন্ট লুসিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৩৫ রানে। ফলে ১২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যামাইকা। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে তারা ২০ ওভারে তোলে ২৭৮ রান।

Test News

এ ধরণের আরো কিছু খবর

  • হারেই শুরু

  • ১৪ বছর পর মিসরের মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা

  • বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে হ্যানরি