এবার ইউরোপের এই দেশের নাগরিককে আটক করল ইরান

গুপ্তচরবৃত্তির অভিযোগের ইউরোপের দেশ সুইডেনের এক নাগরকিকে আটক করেছে ইরান। বেশ কিছু দিন নজরদারিতে রাখার পর তাকে আটক করা হয় বলে  ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। খবর রয়টার্সের।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চত করছে। তবে ওই সুইডিশ নাগরিকের নাম, বয়স কিংবা অবস্থান নিয়ে কোনো তথ্য দেয়নি। 
এমনকি চলতি বছরের মে মাসে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একজন নাগরিকের ইরানে আটকের খবর জানিয়েছিল, সেটা এই ব্যক্তিই কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। ওই সময় সুইডেনের তরফ থেকে বলা হয়েছে আনুমানিক ৩০ বছর বয়সী এক সুইডিশ পর্যটককে গ্রেফতার করেছে ইরাক। তবে সে সময় ইরানের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

বিবৃতিতে বলা হয়,মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে, সুইডিশ সন্দেহভাজন ব্যক্তি পেশাগত যোগাযোগ, নিরাপত্তা ও গোপনীয়তার কৌশল ব্যবহার করে ইরানে ইউরোপীয় ও ইউরোপের বাইরের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিল।

মন্ত্রণালয় আরও জানায়, ওই সুইডিশ নাগরিক কয়েকমাস আগে ‘আরেক ইউরোপীয় গুপ্তচর’ আটকের অল্প সময় পর ইরানে পুনঃপ্রবেশ করে। 

মন্ত্রণালয় দাবি করে, ওই সুইডিশ নাগরিকের লক্ষ্য ছিল কিভাবে ‘আরেক ইউরোপীয় গুপ্তচর’ আটক হয়েছে এবং তার কাছে কী কী তথ্য ছিল তা খুঁজে বের করা করা। 

এ ধরণের আরো কিছু খবর