Mosharraf Hossain MP paid the money at the Damgara Navdigant Pathagara in Nandigram

spot_img

Mamun Ahmed, staff reporter

নন্দীগ্রামে দামগাড়া নবদিগন্ত পাঠাগাড়ে নগত অর্থ প্রদান করলেন মোশারফ হোসেন এমপি। প্রাপ্ত তথ্য জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ড  দামগাড়া সমাজ কল্যাণ সংস্থা এর সংগঠন নব দিগন্ত পাঠাগাড়ে আজ ১১ জুলাই বাদ আছর নামাজ শেষে নব দিগন্ত পাঠাগাড়ে নগত অর্থ প্রদান করেন নন্দীগ্রাম-কাহালু-৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন,অত্র পাঠাগাড়ের সভাপতি আকবর হোসেন জায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক, শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি পলিন, সাধারন সম্পাদক, নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সুজন মাহমুদ প্রমুখ। এই পাঠাগাড়টির মুল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, স্বেচ্ছায় রক্তদান, সন্ত্রাস-জঙ্গীবাদ, ইভটিজিং ও মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধি। কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সমাজ সেবা মূলক কাজে অংশ গ্রহণ, এলাকাবাসীর জন্য বই পড়ার মাধ্যমে সুস্থ অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি করা। ২০১৯ সালের ২২ মার্চ ৫০ সদস্য বিশিষ্ট এই নবদিগন্ত পাঠাগাড়টি গড়ে ওঠে।

AttarJournal24/Mamun

সংবাদ'টি শেয়ার করুন

spot_img

latest news

সম্পর্কিত আরো খবর...

spot_img
en_USEnglish