নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

spot_img

রাজু আহমেদ নিজস্ব প্রতিবেদকঃ

 বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকায় ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে হাফ গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। তাঁর বয়স ৪০ বছরের মতো হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার মাঠে ধান ক্ষেতের পানিতে মরদেহটি ওপর হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা। বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ'টি শেয়ার করুন
spot_img

latest news

সম্পর্কিত আরো খবর...

spot_img
en_USEnglish