নন্দীগ্রামে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার হিসেবে বাড়ি পাচ্ছেন ১২৮টি গৃহহীন পরিবার

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১২৮টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে পাচ্ছেন ঘর, নন্দীগ্রাম উপজেলা পরিষদ হলরুম ভদ্রাবতী’তে অনুষ্ঠিত আজকের সংবাদ সম্মেলনে এ কথা বলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত।
আজ রবিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ আওতায় আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসাবে সারাদেশের ন্যায় নন্দীগ্রামেও ১২৮টি পরিবার ঈদ উপহার হিসাবে পেতে যাচ্ছে ঘর। সেই উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদুল বারী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. আর. জামান রাসেল সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নন্দীগ্রামে অত্যন্ত যাচাই-বাচাই করে নিখুতভাবে ১২৮টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর উপহার দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে ইউএনও সাংবাদিকদের সরেজমিনে গিয়ে ঘর গুলো দেখার জন্য আহব্বান জানান।
৩নং ভাটরা ইউনিয়নের চালা ফুলগাড়ী গ্রামে সরেজমিনে গেলে প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর পাওয়া নাজমা বেগম বলেন, ‘হামাকেরে কোন বসতভিটা নাই ভাই, হামরা পরের জায়গার উপর এতদিন বাড়ি করে থাকছি। কিন্তু প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে হামাকেরেক ঘর দেওয়াতে হামরা অনেক খুশি হছি ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। আল্লাহ তাকে নেক হায়াত দিক’।

এ ধরণের আরো কিছু খবর