নন্দীগ্রামে কৃষি অফিসের উদ্যোগে কিয়স্কের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী, ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতা সংগ্রামের ভিডিও চিত্র প্রদর্শন

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার)

মহান স্বাধীনতা দিবস-২০২২ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় প্রাপ্ত কিয়স্কের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী, ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতা সংগ্রামের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। ছোট বেলার খোকা থেকে পরবর্তীতে বঙ্গবন্ধু হয়ে ওঠার ভিডিও চিত্র দেখতে সকাল থেকেই নানা শ্রেনীপেশার লোকজন কিয়স্কের সামনে ভীড় করতে থাকে। এছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুক্তিযুদ্ধের নানা সংগ্রামের দিনগুলি ভিডিও চিত্রের মাধ্যমে একেবারে জীবন্ত হয়ে ওঠে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুণে কেউ কেউ তা পুনারাবৃত্তি করছিলেন। কিয়স্কের পাশেই ছিল কৃষিতে বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান স্মরণ করে লেখা বই প্রদর্শনী। অনেকে এসে সেই বই পড়ছেন, কেউ নেড়ে চেড়ে দেখছেন। কেউবা আবার বঙ্গবন্ধুর কোন উক্তি আবৃত্তি করছেন। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু জানান, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের নির্দেশনা মোতাবেক আমরা এই মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জীবনী, ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতা সংগ্রামের ভিডিও চিত্র প্রদর্শন করছি। এতে আমরা মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে এটি বেশ প্রভাব ফেলেছে। বঙ্গবন্ধুর নানা গুণাবলী এবং আদর্শ তাদের মাঝে ছড়িয়ে পড়ছে। এছাড়াও এখানে কৃষিতে বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান স্মরণ করে লেখা বই প্রদর্শিত হচ্ছে এবং কিছু বই বিনামূল্যে স্কাউট সদস্যদের মাঝে বিরতণ করা হয়েছে।

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর