নন্দীগ্রামে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার) 

বগুড়ার নন্দীগ্রামে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, ২নং সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্রাচার্য, উপ-সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, সুজন কুমার, জাকিরুল ইসলাম, সোহেল রানা, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন আপেল প্রমুখ। এ উপজেলায় উফশী আউশ চাষের জন্য ৩০৩০ জন কৃষক/কৃষাণীরা ৫কেজি বীজ, ২০ কেজি ডিএপি,ও ১০ কেজি করে এমওপি পাচ্ছে। এই অনুষ্টানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

একাত্তরবার্তা২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর