নন্দীগ্রামে নৌকার বিজয়ের লক্ষ্যে যুবলীগ সভাপতি’র গণসংযোগ

ক্যাটাগরিঃ
spot_img
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নৌকা বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত গত সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের কদমা, ডেরাহার, ভাদুম ও গোছন গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ করেছে।
গণসংযোগকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম.আর. জামান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার মহন্ত, সাধারণ সম্পাদক আব্দুর রউফ,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, আসকান আলী, আকতার হোসেন, কামরুল হাসান, মান্নান ও সাকিব হোসেন প্রমুখ।
সংবাদ'টি শেয়ার করুন
spot_img

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত আরো খবর...

spot_img
bn_BDBengali